Ajker Khabar LIVE : সঙ্গী লক্ষ্মীলাভ-এর আশায় উপচে পড়া ভিড়, খুশি জঙ্গলমহলের মানুষজন

Tourists crowd at Belpahari helped the Jhargram District administration for earn money

সঙ্গী লক্ষ্মীলাভ-এর আশায় উপচে পড়া ভিড়, খুশি জঙ্গলমহলের মানুষজন

2022 সালে বড়দিন উপলক্ষে ঘাগরা, খাঁদারানি, কাঁকড়াঝোরে খাবার, কারুশিল্পের পসরা দোকানপাট নিয়ে বসেছিলেন স্থানীয়রা। দোকানে বিক্রিবাটাও হল দেদার।

সঙ্গী লক্ষ্মীলাভ-এর আশায় উপচে পড়া ভিড়, খুশি জঙ্গলমহলের মানুষজন
পর্যটকদের কেনাকাটার জন্য ঘাগরায় স্থানীয় পাথরের বাসন দোকানে উপচে পড়া ভীড় লক্ষ্য করা যায়। মোবাইল চিত্র।

বড়দিন আর তার উপরে রবিবার। দুইয়ের মিশ্রণে বেলপাহাড়ি এলাকার বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলিতে এদিন পর্যটকদের ভিড় উপচে পড়ে। ফলে স্থানীয়দের মুখে হাসি ফোটালেও কিছুটা উদ্বেগও বাড়াল। কারণ  ফের নতুন করে করোনা নিয়ে সতর্কতা জারি হলেও, এদিন বেশিরভাগ পর্যটকের মুখেই একদম মাস্ক ছিল না।

বড়দিন উপলক্ষে খাঁদারানি, কাঁকড়াঝোরে খাবার, ঘাগরা, কারুশিল্পের পসরা নিয়ে বসেছিলেন স্থানীয় দোকানদার। বিক্রিবাটাও চলে দেদার। বছর খানেক আগেও ঝাড়গ্রাম জেলার পর্যটন ব্যবসা ছিল মূলত জেলাশহর কেন্দ্রিক। এদিন পর্যটন ব্যবসায় দেখা গেল প্রত্যক্ষ ও পরোক্ষভাবে লাভবান হচ্ছেন স্থানীয় আদিবাসীবাসীরাও। ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট হোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মধুসূদন কর্মকার বলেছেন, ‘‘পর্যটন ব্যবসার বিস্তৃতি এখন ঝাড়গ্রাম জেলা শহর ছাড়িয়ে প্রত্যন্ত এলাকাগুলিতেও। এর ফলে স্থানীয়রা বেশিকিছুটা হলেও উপকৃত হচ্ছেন।’’

Previous Post Next Post